ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট
- By Jamini Roy --
- 22 November, 2024
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারত অস্ট্রেলিয়ার গতিময় বোলিংয়ের সামনে ১৫০ রানে গুটিয়ে গেছে। শুক্রবার (২২ নভেম্বর) পার্থে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরাহ। তবে তার সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে। দুই সেশনের আগেই ভারতীয় ইনিংস শেষ হয়ে যায়।
ম্যাচের শুরুতেই ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে। ওপেনার জশস্বী জয়সওয়াল শূন্য রানে মিচেল স্টার্কের শিকার হন। এরপর দেবদূত পাডিক্কাল (৪ রান) এবং বিরাট কোহলি (৫ রান) দ্রুত ফিরে যান। কোহলির ফর্মহীনতা অব্যাহত থাকে, যা তার টানা পঞ্চম ইনিংসে ২০ রানের নিচে থামা।
প্রথম সেশনে দলীয় সংগ্রহ ছিল মাত্র ৭৩ রান। লোকেশ রাহুল (২৬ রান) এবং ঋষভ পন্ত (৩৭ রান) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। শেষ দিকে নিতিশ কুমার রেড্ডি ৪১ রানের ইনিংস খেললেও ভারত ১৫০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি।
অজিদের হয়ে জশ হ্যাজেলউড শীর্ষ বোলার হিসেবে ১৩ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ দুটি করে উইকেট শিকার করেন। অস্ট্রেলিয়ার গতির বোলিং আক্রমণের সামনে ভারতীয় ব্যাটারদের কোন উত্তর ছিল না।
ভারতীয় একাদশ:
লোকেশ রাহুল, জশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, নিতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হরশিত রানা, যশপ্রীত বুমরাহ (অধিনায়ক), মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ:
উসমান খাজা, নাথান ম্যাকসুয়েনি, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
ভারতের তরুণ পেসার হরশিত রানা এবং অলরাউন্ডার নিতিশ রেড্ডির জন্য এটি ছিল অভিষেক ম্যাচ। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাগি গ্রিন টুপি পেয়েছেন ওপেনার নাথান ম্যাকসুয়েনি। তবে অভিষেক ম্যাচে কারোরই উল্লেখযোগ্য প্রভাব ফেলতে না পারার কারণে দলীয় ফলাফল হতাশাজনক।